বিয়ানীবাজার পৌরশহরের একটি রেস্টুরেন্টে বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সত্যতা পেয়ে বাল্যবিবাহ পণ্ড করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন করেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধরসহ একদল পুলিশ কর্মকর্তা।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম জানান, বাল্যবিবাহের খবর পেয়ে আমরা আয়োজন স্থলে গিয়ে বিবাহ অনুষ্ঠানটি পন্ড করে দেই। বাল্যবিবাহ প্রতিরোধে কনের পিতাকে সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাস্নে তৎপরতা জনস্বার্থে ভবিষ্যতেও চলমান থাকবে।