আধুনিকতার দাপটে বাংলার ঐতিহ্যবাহী কুটির শিল্প আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। আর তাই ঐতিহ্যবাহী এই শিল্প বিকাশের প্রত্যয় নিয়ে আগামী ১০ এপ্রিল বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলাস্থ এমএজি ওসমানী স্টেডিয়ামে মাসব্যাপী শুরু হতে পারে তাঁত, হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা।

সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যআপা প্রকল্পের দেশে তৈরি পন্য বিক্রির অনলাইন প্লাটফর্ম লালসবুজ ডটকম এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ মেলা বাস্তবায়ন করছেন উদ্যোক্তা মুজিবুর রহমান বিপ্লব। মেলার যাত্রা শুরু উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

প্রশাসনের অনুমোদিত এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য বিক্রি অগ্রাধিকার পাবে। মেলা প্রাঙ্গনে শতাধিক স্টল নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে। বাঁশ, কাঠ, হার্ডবোর্ড দিয়ে বানানো হচ্ছে অস্থায়ী স্টল। দিন রাত এক করে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। আয়োজকরা বলছেন, মেলাকে নান্দনিক ও ক্রেতা সমাগম বাড়াতে যত আয়োজনের প্রয়োজন দায়িত্বশীলরা সেটি করেছেন। এ অঞ্চলের মানুষের চাহিদা অন্য অঞ্চলের থেকে বেশি- এটি বিবেচনা নিয়েই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মেলায় বাড়তি সুবিধা হিসেবে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক তিনটি আলাদা বুথের ব্যবস্থা রাখা হয়েছে। আগত দর্শনার্থীরা সেইসব বুথ থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

শুধু তাই নয়, মেলায় আগত শিশু-কিশোরসহ সববয়সী ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের প্রবেশ টিকিটের উপর সমাপনি দিনে ড্রসহ বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া মেলার পরিস্থিতি স্বাভাবিক ও আইনশৃঙ্খলাসহ সার্বিক নিরাপত্তা রক্ষার্থে থানা পুলিশের পাশাপাশি আয়োজক সংগঠনের স্বেচ্ছাসেবী টিম দায়িত্ব পালন করবেন।

তাঁত বস্ত্র দিয়েই সভ্যতার শুরু হয়েছিল। তাঁতের ইতিহাস বাংলাদেশের শিল্প জগতে সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি। এই শিল্পকে বাঁচিয়ে রাখার পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের বিকশিত করতে মেলা আয়োজনের এমন উদ্যোগ সফল করার আহবান সংশ্লিষ্টদের।