মানবতার সেবায় আমরা এই প্রতিপাদ্যে এগিয়ে চলা সমাজসেবামূলক প্রতিষ্ঠান হাজী তাহির আলী ফাউন্ডেশন ও ফাতেমা ব্রাদাস গ্রুপ এবার বিয়ানীবাজারের বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। বানের জলে নিঃস্ব, পানিবন্দি মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌছানো হচ্ছে ফাতেমা পরিবারের এই দুটি সংগঠনের পক্ষ থেকে। শনিবার দিনব্যাপী খায়রুন্নেছা মহিলা টাইটেল মাদ্রাসার আয়োজন বানবাসি মানুষের পাশে গিয়ে তাদের দুঃখ, দুর্দশার কথা শুনেছেন, সাধ্য অনুযায়ী সহায়তা দিয়েছেন।
বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ কর্মসূচিতে খায়রুন্নেছা মহিলা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল শহীদের নেতৃত্বে বিতরণকারী দলে খায়রুন্নেছা মহিলা টাইটেল মাদ্রাসার সহ সভাপতি মাওলানা আব্দুল করিম, স্থানীয় মুরব্বি ফখরুল ইসলাম চৌধুরী, মুবজিল আলী ও আমিনা বেগম মারকাজুল কোরআন খাসাড়ী পাড়ার মুহতামিন হাফেজ মাওলানা আবু সাইদ, মাওলানা মনজুরুল হাসান, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, সমাজসেবী আতিকুর রহমান, মাসুক উদ্দিন, আতিক উদ্দিন, আব্দুল কাদির ও শফিউর রহমান সহ স্থানীয় এলাকার সমাজকর্মী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে উপজেলার পূর্ব মুড়িয়া এলাকার পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়, বড়উধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজকাপন ইনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। একই সাথে বন্যায় ক্ষতিগ্রস্থ নওয়াগ্রামের চাতলপার, পাথারীপাড়া ও বড়উধা এলাকার ঘরে ঘরে ও নৌকাযোগে দূর্গত মানুষের বাড়ি বাড়ি যান এবং খাদ্য সহায়তা তুলে দেন। পূর্ব মুড়িয়া এলাকার ৩ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, মসলা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন এই প্রতিনিধিদল।
ত্রাণ সামগ্রী বিতরণ শেষে প্রতিনিধি দল হাজী তাহির আলী ফাউন্ডেশন এবং ফাতেমা ব্রাদার্স গ্রুপের চেয়াম্যান, যুক্তরাস্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক উপদেষ্টা, এবি মিডিয়া গ্রুপের পরিচালক আলহ্বাজ শামছুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র কমিউনিটির প্রিয় মুখ, মূলধারার রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী এবিমিডিয়া গ্রুপের এমডি ফখরুল ইসলাম দেলোয়ার ও তাদের পরিবারের সকল সদস্যদের মানবিক কাজে সহযোগিতার কথা তুলে ধরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্যা দূর্গত মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
তারা বলেন ফাউন্ডেশনের কর্মকর্তরা সুদুর যুক্তরাষ্ট্রে থাকলেও সবসময়ই এলাকার মানুষের খোঁজ খরব রাখেন, বন্যা, করোনা, দূযোর্গ সহ বছর জুড়ে এলাকার সামাজিক ও শিক্ষার প্রসারে বিভিন্ন সহায়তা কার্যক্রম ফাউন্ডেশনের পক্ষ থেকে চলমান থাকে। তাই ফাইন্ডেশনের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
ত্রাণ সামগ্রী বিতরণ শেষে প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউনিটি নেতা ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, এ রকম ত্রাণ সামগ্রী বিতরণ সবসময় করতে সকলের সহযোগিতা কামনা করতেছি। বিত্তবানদের কাছে অনুরোধ করছি সমাজের অসহায় ও হতদরিদ্রের পাশে দাঁড়াই। বানবাসী মানুষের পাশে দাঁড়াই। আগামীতে এ রকম কার্যক্রম চালিয়ে নিতে সকলের সহযোগিতায় প্রস্তুত আছি ইনশাআল্লাহ।
উল্লেখ্য, বিয়ানীবাজার সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের প্রথম নির্বাচিত সদস্য ও বিয়ানীবাজার মোকাম রোডের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মরহুম হাজী তাহির আলী ছিলেন এলাকার উন্নয়নের এক প্রাণ পুরুষ। খাসাড়ীপাড়া এলাকায় শিক্ষার প্রসার, রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়নে তার অবদান এখন এলাকাবাসীর মুখে মুখে। তাঁর সন্তানরা যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করে সেখানে স্থায়ী বসতি গড়লেও প্রয়াত বাবার সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা ধারণ ও লালন করছেন। বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সমাজসেবক বাবার স্মৃতিকে ধরে রাখতে বাবার নামে গড়ে তুলেছেন হাজি তাহির আলী ফাউন্ডেশন নামক একটি দাতব্য প্রতিষ্ঠান যার মাধ্যমে বিয়ানীবাজারের শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন ছাড়াও এই অঞ্চলের পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষদের কল্যাণে রেখে যাচ্ছেন বিশেষ ভূমিকা।