বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের ফাড়ির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পিটি সু বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিটি সু বিতরণী অনুষ্ঠানে জালাল উদ্দিনের সভাপতিত্বে ও মুহাম্মদ খালেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমি মাহবুব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল। বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা, ফাড়ির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাকিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেলাল আহমদ, নাজু উদ্দিন, হাজী নছির উদ্দিন, পারভেজ আহমদ, মঞ্জুর আহমদ, আব্দুস সালাম, বিয়ানীবাজার সরকারি ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন, স্বপন আহমদ, রুহেল আহমদ প্রমুখ।