পবিত্র রমজানে অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে বিয়ানীবাজারের অরাজনৈতিক সামাজিক সংগঠন বিয়ানীবাজার মানবসেবা সংস্থা। বছরব্যাপী সমাজ কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সংস্থাটি রমজানে ইফতার বিতরণ শুরু করেছে।

এবি মিডিয়া গ্রুপের ফাউন্ডার এন্ড সিইও এবং সংস্থার উপদেষ্টা রিজু মোহাম্মদের অর্থায়নে শুক্রবার বিকালে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ও স্বজন এবং পৌরশহরের বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ ও পথচারীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে বিয়ানীবাজার মানবসেবা সংস্থা।
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও পৌর কাউন্সিলর এনাম হোসেন, সহ-সভাপতি আব্দুস সামাদ তাফাদার বাবেল, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম, সিনিয়র সদস্য দেব সৌরভ, শরিফুল ইসলাম রুবেল, গোলাম তোফা, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন এহসান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, কোষাধক্ষ্য জুনেদ আহমদ, রেদওয়ান আহমদ, সমাজসেবা সম্পাদক সালমান আহমদ, হিজবুল্লাহ তারেক, প্রচার সম্পাদক শফি আহমদ, জীবন সিদ্দিকী, মারওয়ান আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সংস্থার দায়িত্বশীলরা জানান, মানবসেবা সংস্থার উপদেষ্টা ও সদস্যদের আর্থিক সহায়তায় বছরজুড়ে নানা সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজানে প্রায় তিন শতাধিকেরও বেশি অসহায়, দুস্থ ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।