বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোড পয়েন্টে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার চাপা দিয়ে ব্যবসায়ী, দুই পথচারী ও এক রিক্সা চালককে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাইভেট কার চাপায় আহত রিক্সা চালকের অবস্থা গুরুতর। তাকে উপস্থিত লোকজন হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান।
সিসিটিভি ক্যামেরা ফুটেজ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, প্রধান সড়ক থেকে কলেজ রোডে টার্ন নিয়ে প্রাইভেটকারটি দ্রুত গতিতে মাথিউরা ট্রেডার্স ও গ্রামীন ফোনের সার্ভিসের সামনে দাড়িয়ে থাকা রিক্সা, সিএনজি, দুইটি মোটর সাইকেল, ব্যবসায়ী সুমন আহমদসহ দুই পথচারীকে চাপা দেয়। সিসি টিভি ক্যামেরা ফুটেজের এ দুর্ঘটনাটি ধরা পড়ে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ব্যবসায়ী সুমন আহমদ গুরুতর আঘাত না পেলেও তার হাতের কয়েকটি জায়গার চামড়া উঠে গেছে। তাকে হাসপাতালে যেতে হয়নি।