মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব উদযাপন শেষে বুধবার বিকেলে সারা দেশের ন্যায় বিয়ানীবাজারেও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ করেছেন সনাতন ধর্মের অনুসারীরা।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রতিমা বিসর্জন। পৌরশহরের কালাচাঁদ মন্দিরের পাশের পুকুরসহ প্রত্যেক এলাকার পুকুর ও নদীতে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গার প্রতীমা। এ সময় সব অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে- এ প্রার্থনা করেন সনাতন ধর্মালম্বীরা।
বিসর্জন অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনা করেন সনাতন ধর্মালম্বিরা। দর্পণ বিসর্জন, যজ্ঞ আর দেবী আরাধনায় শেষ হয় দশমীর আচার-অনুষ্ঠান।
এবার বিয়ানীবাজারে ৫১টি মন্ডপে পূজা আয়োজিত হয়েছে। তার মধ্যে সার্বজনীন ৩৯টি, পারিবারিক ১২টি পূজোর আয়োজন করা হয়।
এদিকে সিলেট নগরের ১৫০টিসহ পুরো জেলায় ৬০৬টি মণ্ডপে উদযাপন করা হয় শারদীয় দুর্গোৎসব।