পবিত্র রমজানে অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে বিয়ানীবাজারের অরাজনৈতিক প্রচেষ্টা সামাজিক সংস্থা । বছরব্যাপী সমাজ কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সংস্থাটি রমজানে ইফতার বিতরণ শুরু করেছে।

প্রচেষ্টা সামাজিক সংস্থার আয়োজনে মঙলবার বিকালে বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন স্থানে প্রায় ৩০০ অসহায়, দুস্থ ও পথচারীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে প্রচেষ্টা সামাজিক সংস্থা ।

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রচেষ্টা সামাজিক সংস্থার উপদেষ্টা ও বিয়ানিবাজার আব্দুল হাই স্মৃতি পরিষদের প্রতিষ্টাতা আবুল কালাম,সভাপতি কামরান আহমদ, সাধারণ সম্পাদক আরিয়ান আহমদ, বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি খন্দকার লুকমান হোসেন,বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেদওয়ান হোসাইন,জমিয়ত নেতা হাফিজ জাহেদ আহমদ, ব্যবসায়ী সালমান আহমদ ও আবুল হাসনাত সহ সংগঠনের নেতৃবৃন্দ।