বিয়ানীবাজার পৌরসভা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শহরতলীর একটি কমিউনিটি সেন্টারে। সম্মেলনের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় বিএনপি, সিলেট জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের দায়িত্বশীলরা অংশ নিয়েছেন।
শনিবার সকাল থেকে প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা জায়গিরদার। প্রধান অতিথি হিসাবে সম্মেলনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন।
পৌর বিএনপির আহবায়ক নুরুল হুদা বাবুল এর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা পৌরসভার কাউন্সিলর মিছবা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ কলিম উদ্দিনিআহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কাইয়ুম চৌধুরী, সামিয়া চৌধুরী, আব্দুল মান্নান, ফয়ছল আহমদ চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপি’র দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে সমঝোতা না হলে কাউন্সিলরদের ভোটের পৌরসভা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ করা হবে।