বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার এক আসামীসহ দুইজনকে গ্রেপ্তা করা হয়েছে। রোববার রাতে উপজেলার চারখাই ও তিলপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিয়মিত মামলার (মামলা নং-১/১০৭, তাং-০১/১০/২০২৪) আসামী চারখাই ইউনিয়নের জালাল নগর এলাকার শাকিল আহমদ (২২) এবং তিলপাড়া ইউনিয়নের দাসউরা গ্রামের জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী ইকবাল হোসে (৩৫)।

পুলিশ জানান, বিয়ানীবাজার থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান খান ও উপপুলিশ পরিদর্শক ( এসআই) আব্দুর রহিম চারখাই ইউনিয়নের জালাল নগর গ্রামের অভিযান চালিয়ে আসামী শাকিল আহমদ (২২)।একই রাতে পৃথক অভিযানে জিআর পরোয়ানা ভূক্ত আসামী ইকবাল হোসেন (৩৫) ওরপে একবালকে গ্রেপ্তার করেন থানার এএসআই বেলাল আহমদ।

গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আসামীদের জেলহাজতে প্রেরণের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন।