বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) গনমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় বিয়ানীবাজার থানার ওসি মোঃ আশরাফ উজ্জামানের নেতৃত্বে এসআই/সৌরভ সাহা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ দুবাগ এলাকার মৃত নাজিম মিয়ার পুত্র জামিল হোসেন (৪৫) কে আটক করে। এছাড়া গ্রেফতারকৃত আসামীর জবানবন্দীতে দুই সহযোগী পালিয়ে যায়। পলাতক দুই আসামী
উত্তর দুবাগ এলাকার মৃত কাপরা মিয়ার ছেলে লুতু মিয়া (২৮) ও একই এলাকার মৃত মাহতাব মিয়ার ছেলে শাকিল মিয়া (১৯)সহ তিনজনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
এছাড়া এসআই নাজমুল হক মামুন, এসআই আশরাফুল সিকদার, এএসআই রিপন মিয়া, এএসআই মোজাম্মেল হক উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জিআর সাজা পরোয়ানা ভূক্ত আসামী খসির আব্দুল্লাহপুর এলাকার মৃত হাজী জমির উদ্দিনের পুত্র ফয়সল আহমদ (৩৪), লাউতা ইউনিয়নের বারইগ্রাম এলাকার আফতাব আলীর পুত্র রায়হান (৩০), বাহাদুরপুর এলাকার মৃত আকল আলীর পুত্র বলাই হোসেন (৩৫), একই ইউনিয়নের দক্ষিন পাহাড়িয়াবহর এলাকার আমিন আলীর পুত্র বুরহান উদ্দিন (৪০) গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হূয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উজ্জামান।