সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের মোকাম মসজিদ রোড এলাকায় ১১ বছরের এক শিশুকে রোববার সকাল ৯ টার দিকে পাওয়া গেছে। সে মোকাম রোডের জামাল গ্লাস হাউজের মালিক ব্যবসায়ী জামাল হোসেনের তত্ত্বাবধানে রয়েছে।
শিশুটির নাম রাকিবুল রহমান মিজান। সে সিলেটে চাচার বাসায় ছিল। এর বাইরের তার পরিচিত খোঁজে করার মতো আর কোন তথ্য দিতে পারতেছে না।
ব্যবসায়ী জামাল হোসেন বলেন, সকালে মোকাম রোডে শিশুটি কান্নাকাটি করছিলো দেখে তাকে জিজ্ঞেসাবাদ করলে নাম ছাড়া কিছুই বলতে পারছে না।
শিশুটির বাবা মাকে খোঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছেন ব্যবসায়ী জামাল হোসেন। তিনি শিশুটি পাওয়ার বিষয়টি বিয়ানীবাজার থানা পুলিশকে অবহিত করেছেন বলে জানান