নিরাপদ সড়ক চাই (নিসচা) বিয়ানীবাজার উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌরশহরের একটি হলরুমে অনুষ্ঠিত সভায় অক্টোবর মাসব্যাপী নানা কর্মসূচী পালনের সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
সংগঠনের সভাপতি কামরুল হাসান লোদী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউর রহমান সাফির পরিচালনায় অনুষ্ঠিত সভায় অক্টোবর মাসে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ও চালক যাত্রীদের সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, চালকদের সাথে মতবিনিময়, শিক্ষার্থীদের সড়কের নিয়ম কানুন সম্পর্কে সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি আমিনুল হক দিলু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রাজু, যুগ্ন সম্পাদক শামিম আহমদ, অর্থ সম্পাদক কবির হুসেইন, আইন সম্পাদক মাছনুন আহমদ, কার্যনিবাহী সদস্য মো:আমিনুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আছাদুল ইসলাম, আবুল কাসেম, মহসিন রনি, জসিম উদ্দিন, জাকিরুল ইসলাম ফাহিম, মাহবুব হোসেইন, রেদুয়ানুল ইসলাম রাহাত।