নতুন দ্বিতল ভবন নির্মাণ করা হবে বিদ্যালয় প্রাঙ্গনে, আর সেই জায়গায় ওয়াশব্লকের কিছু অংশ থাকায় প্রয়োজন পড়েছে ওয়াশব্লকটি ভাঙার। নিয়ম অনুযায়ী ওয়াশব্লকের যে অংশটুকু ভাঙা হবে সেটির মালামাল টেন্ডার বা নিলাম প্রক্রিয়া বিক্রি করা হবে। কিন্তু এমন কিছুই ঘটেনি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার বা নিলাম ছাড়াই সেই মালামালগুলো বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিদ্যালয়ের একজন অভিভাবক এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ জানিয়েছেন।

স্থানীয় এলাকার অনেকেই জানান, বিদ্যালয়ের পুরাতন ওয়াশব্লকটি ভেঙ্গে কংক্রিট, বিভিন্ন আকারের রড, স্টিলের দরজা-জানালা ও কলাপসিবল গেইটসহ বিভিন্ন জিনিসপত্র বিদ্যালয়ের দপ্তরি গ্রামের অনেকের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করেছেন। তবে এইসব মালামাল বিক্রির প্রক্রিয়া সম্বন্ধে তারা কিছুই অবগত নন ।

বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের একটি কোণে থাকা পুরাতন ওয়াশব্লকের ৬ ফুট বাই ৮ ফুট অংশ ভেঙ্গে মালামাল বিক্রি করে দেয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ থাকায় এ বিষয়ে কিছুই জানতেন না উল্লেখ করে বলেন, ‘প্রধান শিক্ষক সবকিছু জানেন ।

তবে একক সিদ্ধান্তে পুরাতন ওয়াশব্লকটি ভেঙ্গে কংক্রিট, বিভিন্ন আকারের রড, স্টিলের দরজা-জানালা ও কলাপ্সিবল গেইটসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন প্রতিষ্ঠান প্রধান। তিনি জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ও রেজ্যুলেশন করার মাধ্যমেই ওয়াশ ব্লক ভাঙা হয় ।

সরকারি সম্পদ নিলাম ছাড়া বিক্রি নিয়ে স্থানীয় এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। সঠিকভাবে তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন সংশ্লিষ্টরা।