বিজ্ঞপ্তি। ০১ ফেব্রুয়ারি ২০১৭।

বিয়ানীবাজারের নিদনপুর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছড়াকার-সাংবাদিক লুৎফুর রহমান এর সম্মানে ও নিদনপুরে গ্রামের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় ক্লাব প্রাঙ্গণে বর্ণিল আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকশানা বেগম লিমা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ ফয়ছল আহমদ, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ফিরোজ উদ্দিন, নিদনপুর মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উদ্দিন, সংস্থার উপদেষ্টা নাজিম উদ্দিন, উপদেষ্টা এবং শহিদ সন্তান শাহীন আহমদ, সংবর্ধিত অতিথি ছিলেন ছড়াকার-সাংবাদিক লুৎফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে রোকশানা বেগম লিমা বলেন, গ্রামের একজন কৃতিসন্তান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আয়োজক সংগঠন একটি দৃষ্ঠান্ত স্থাপন করেছে। এ অনুষ্ঠান দেখে আগামিতেও এ গ্রামে আরো আলোকিত সন্তান গড়ে ওঠবে বলে আমি বিশ^াস করি।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ ফয়ছল আহমদ বলেন, নিদনপুর দেশের একটি আলোকিত গ্রাম। হাজার বছরের সে ঐতিহ্য ধরে রাখতে এমন শুদ্ধ চর্চার বিকল্প নেই। তিনি তরুণদের নিজের গ্রামের ঐতিহ্য রক্ষার আহবান জানান।

সংবর্ধিত অতিথি ছড়াকার-সাংবাদিক লুৎফুর রহমান বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ঘটাতে হলে তৃণমূল থেকে সবাইকে সমাজবান্ধব হয়ে গড়ে ওঠতে হবে। তিনি বলেন নিদনপুর আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম। এখানকার ইতিহাস-ঐতিহ্যকে লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এজন্য সংস্থার সদস্যদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি কামাল আহমদ, প্রবাসি সদস্য ও শিক্ষার আলো প্রকল্প পৃষ্ঠপোষক সাব্বির আহমদ, আফজাল হোসেন, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সহসভাপতি আব্দুর রহমান আফজল, ক্লাব সহ-সম্পাদক কয়ছর আহমদ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সংবর্ধিত প্রতিষ্ঠাতা সম্পাদক, শিক্ষার আলো প্রকল্পের শিক্ষিকা এবং শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও এবং পুরস্কার তুলে দেন ।