জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তীর উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আনুষ্ঠানিকতায় মোল্লাপুর ইউনিয়নের কটুখালীরপার আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের কাছে ত্রাণসামগ্রী তুলে দেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন প্রমুখ।