আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বিয়ানীবাজারে পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ। দিবসটি উপলক্ষ্যে বুধবার বেলা ২টায় একটি র‍্যালি-শোভাযাত্রা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তরবাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিবহণ শ্রমিক ট্রেড ইউনিয়ন ২০৯৭ এর সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিবহণ শ্রমিক ট্রেড ইউনিয়ন ২০৯৭ এর সিলেট জেলার প্রতিষ্ঠাতা ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন, বিয়ানীবাজার ট্রাফিক কর্মকর্তা সোলাইমান ফরাইজিসহ বিভিন্ন পরিবহণ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় শ্রমিকদের ন্যায্য পাওনা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি তুলে ধরেন বক্তারা।

এদিকে, মহান মে দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।