বিয়ানীবাজারে দ্বিতীয় দিনে চীনের তৈরী সিনোফার্মের ভিরোসেল ভ্যাকসিন ২৯৬জনকে প্রদান করা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারীত ইউনিটে এ টিকা প্রদান করা হয়।
এর আগে প্রথম দিন সোমবার ২১৭জনকে টিকা প্রদান করা হয়েছে। করোনার টিকা গ্রহণকারিদের অধিকাংশ প্রবাসী। এ নিয়ে দুই দিনে সিনোফার্মের ভ্যাকসিন গ্রহণ করেছেন ৫১৩জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, আগে যারা রেজিস্ট্রেশন করে করোনার প্রথম ডোজ নিতে পারেননি এবার তারা নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। সেই রেজিস্ট্রেশনে করোনা টিকা নিতে পারবেন। তবে যারা আগের এক ডোজ টিকা নিয়েছেন তারা এ টিকা নিতে পারবেন না। তিনি জানান, বিপুল সংখ্যক প্রবাসী করোনা টিকা গ্রহণ করেছেন।