মহামারী করোনাভাইরাসে আক্রান্তের ৫ মাস পার করছে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলা। এ উপজেলায় করোনার সংক্রমণ দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই উপজেলার কোথাও কোথাও বাড়ছে আক্রান্তদের সংখ্যা। একই সাথে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আর এই মিছিলে যোগ হচ্ছেন শুধুই বয়স্করা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টা পর্যন্ত এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২৮৭জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯৬জন। তবে পার্শ্ববর্তী অন্য উপজেলাগুলোর তুলনায় এ উপজেলায় মৃত্যুর সংখ্যা বেশি। এখন পর্যন্ত ১৫জন নারী-পুরুষ এ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। এদের মধ্যে ১১জন পুরুষ ও ৪জন নারী রয়েছেন। তারা সকলেরই বয়স ৪৮ থেকে ৯০ বছরের মধ্যে।

বিয়ানীবাজার উপজেলায় করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গত ২৪ এপ্রিল এবং করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যান গত ৩১ মে।

এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন- 

গত ৩১ মে উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা তমছির আলী (৬২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

গত ১০ জুন বিয়ানীবাজার পৌরসভার কসবার গ্রামের বাসিন্দা আনসার উদ্দিন (৪৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত ২৪ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ শেখপাড়ার বাসিন্দা রেজিয়া খানম (৬৫) মারা যান। গত ২৫ জুন মাথিউরা ইউনিয়নের দক্ষিণ মাথিউরা খলাগ্রামের বাসিন্দা হাজি বুরহান উদ্দিন (৬৫) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান। গত ২৯ জুন সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাউ লাউতা ইউনিয়নের জলঢুপ গ্রামের বাসিন্দা শ্যামল কান্তি রায় (৬৫) মারা যান।

গত ১১ জুলাই করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান উপজেলার মুড়িয়া ইউনিয়নের পশ্চিম ঘুঙ্গাদিয়া গ্রামের বাসিন্দা আনোয়ার বেগম (৯০)। গত ১৮ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা নজীব আলী (৭০)। ২০ জুলাই সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাথিউরা ইউনিয়নের মাথিউরা পশ্চিমপার গ্রামের বাসিন্দা, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ব্যবসায়ী জসিম উদ্দীন (৫৫)। মারা যাবার পরদিন ২১ জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ২১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাথিউরা ইউনিয়নের দক্ষিণ মাথিউরা কান্দিগ্রাম এলাকার বাসিন্দা আফছার উদ্দিন (৮০)। গত ২৫ জুলাই করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান উপজেলার মাথিউরা ইউনিয়নের মাথিউরা পশ্চিমপার গ্রামের বাসিন্দা আব্দুল কাদির (৯০)। গত ২৭ জুলাই সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান উপজেলার মাথিউরা ইউনিয়নের মাথিউরা পশ্চিমপার গ্রামের বাসিন্দা ফয়জুন নেসা (৭৫)। তিনি এ উপজেলায় করোনায় মৃত ১০ম ব্যক্তি আব্দুল কাদিরের (৯০) স্ত্রী।

গত ২ আগস্ট মধ্য রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ যান বজলুল হক (৬৫)। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে। গত ৭ আগস্ট রাত ১০টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত কাউন্সিলর রোশনা বেগম (৫৫)। তার বাড়ি পৌর এলাকার সুপাতলা গ্রামে। গত ১২ আগস্ট সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরা রজব গ্রামের বাসিন্দা আতাউর রহমান (৬৫) মৃত্যুবরণ করেন। পরদিন ১৪ আগস্ট রাতে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।

সর্বশেষ এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুড়িয়া ইউনিয়নের বাগন গ্রামের আনোয়ারা খাতুন (৮০)। এদিন রাতে ১১টায় স্বাস্থ্যবিধি মেনে নিজ গ্রামের বাড়িতে তার জানাজা ও দাফনকার্য সম্পন্ন হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আবু ইসহাক আজাদ বলেন, এ পর্যন্ত করোনায় আমরা ১৫জন স্বজনকে হারিয়েছি। তিনি বলেন, উপজেলায় করোনায় আক্রান্তদের মধ্যে বয়স্কদের মৃত্যুর হার বেশি। বয়স্কদের আক্রান্তের কারণ হিসেবে পরিবারের অন্য সদস্যদের অসচেতনতাকেই আমরা দায়ি করছি। কেননা, বয়স্করা যেহেতু বাড়ির বাইরের খুব একটা যান না। সেক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদের বাইরের অসচেতনভাবে ঘুরাঘুরির কারণেই ঘরে থাকা বয়স্করা আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, যে সকল বয়স্করা এখন করোনায় করোনা আক্রান্ত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সবাইকে করোনা ভাইরাস থেকে বাঁচতে সতর্ক থাকার আহ্বান জানান।

ডা. আবু ইসহাক আজাদ আরও বলেন, করোনায় এখন পর্যন্ত মৃত প্রায় সকলের জানাজা ও দাফনকার্য স্বাস্থ্যবিধি সম্পন্ন হয়েছে। এ কাজে উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্ধারিত স্বেচ্ছাসেবী দল সার্বিকভাবে সহযোগিতা করেছে।

বিয়ানীবাজারে আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত