বিয়ানীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ নিদনপুরে আলী হোসেন নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ নিদনপুর যুবসমাজের আয়োজনে বৃহস্পতিবার রাত ৮টায় মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি সংলগ্ন মাঠে উদ্বোধনী খেলা মাঠে গড়ায়। উদ্বোধনী ম্যাচে মাথিউরা পূর্বপাড় ফুটবল দলের মুখোমুখি হয় বড়লেখা পাকসাইল ফুটবল দল। নির্ধারিত সময়ে গোল শূণ্য ড্র হলে ট্রাইবেকারে জয়লাভ করে বড়লেখা পাকসাইল ফুটবল দল। ২য় খেলায় মোল্লাপুর ফাইভ স্টার ফুটবল দলের মুখোমুখি হয় মাথিউরা মিনারাই ইউনিটি ফুটবল দল। উত্তেজনাপূর্ণ খেলায় দু’দলের খেলোয়াড়েরা আক্রমণ ও পাল্টা আক্রমণ করলেও নির্ধারিত সময়ে সমতায় শেষ হয়। পরে খেলা ট্রাইবেকারে গড়ালে জয়লাভ করে মোল্লাপুর ফাইভ স্টার ফুটবল দল।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার প্রবীণ মুরব্বি নিয়াজ উদ্দিনে সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমান আফজল, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহীন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ফারুক উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী ছাবের আহমদ, বিশিষ্ট মুরব্বি আব্দুল বাছিত, আব্দুল কুদ্দুছ, ব্যবসায়ী ছায়াদ আহমদ, কামাল আহমদ, আব্দুল করিম, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ক্রীড়া সম্পাদক সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে। এসময় অতিথিরা বলেন, এরকম টুর্নামেন্টের আয়োজন যুবসমাজকে খেলাধুলার দিকে ধাবিত করবে। টুর্নামেন্টের আয়োজক ও পৃষ্টপোষকদের ধন্যবাদ জানান তারা ।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য রয়েছে ফ্রিজ ও টিভি সহ বিভিন্ন আর্কষণীয় পুরস্কার। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী আলী হোসেন, সৌদি আরব প্রবাসী আফজাল হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহাদাত হোসেন তোয়েল ও কাতার প্রবাসী জামিল আহমদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা জানান, রমজানের পূর্বে ফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী কয়েক দিন পর্যন্ত দল তালিকাভূক্তির সুযোগ রয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য লিটন আহমদ, কয়ছর আহমদ, সুহেল আহমদ, ইমরান আহমদ, জাকারিয়া, সুফিয়ান, ইসমাইল, শাহরিয়া, মাজেদ, ফাহিম, সাফওয়ান, মারওয়ান, তাম্বভির, মিজান, রুকন, তাসনিম, মুজিবুল সহ দক্ষিণ নিদনপুর এলাকার যুবক ও তরুণরা।