সিলেটের বিয়ানীবাজার উপজেলায় তিন দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) সুনামগঞ্জ আঞ্চলিক অফিসের উদ্যোগে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সমাপনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। এর আগে রবিবার সকাল ১০টায় ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) সুনামগঞ্জ অঞ্চল প্রধান মোঃ মুশফিকুছ সালেহীন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় দুটি গ্রুপে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত, মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তা, এনজিও কর্মী ও স্থানীয় কৃষক-কৃষাণীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন খাদ্যভিত্তিক ফলমূলের পুষ্টি, চাহিদা ও তার গুনাগুন সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সময়ে সেশন পরিচালনা করেন ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) সুনামগঞ্জ এর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নূরুন নবী, বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা মো. লোকমান হেকিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হাসান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহরিয়ার রহমান শুভ সহ আরো অনেকে।