বিয়ানীবাজারে ডা. শফিকুল ইসলাম নামে এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী (৩২) কে শ্লীলতাহানি ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে পৌরশহরের নিমতলা এলাকায় সিটি ওরাল এন্ড ডেন্টাল সার্জারী ক্লিনিকে এ ঘটনা ঘটে। তবে এরকম কোন ঘটনার খবর জানে না থানা পুলিশ।
অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. শফিকুল ইসলাম। তিনি সিটি ওরাল এন্ড ডেন্টাল সার্জারী ক্লিনিকের স্বত্বাধিকারী এবং প্রধান চিকিৎসক। স্থানীয়রা জানিয়েছেন, এই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও এমন ঘটনার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, এরকম কোন ঘটনা সম্পর্কে তিনি জানেন না। তাছাড়া এ বিষয়ে কেউ থানায় অভিযোগ জানায় নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী নারীর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকে ছুটে আসেন। তবে তার আগেই অভিযুক্ত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম ক্লিনিকের সহযোগী চিকিৎসক ডা. গুলশান আরা পারভীনকে চেম্বারের মধ্যে রেখেই পালিয়ে যান। পরে প্রায় টানা সাড়ে ৩ ঘন্টা ওই ক্লিনিকে ভুক্তভোগী নারীর স্বজন ও এলাকাবাসী ঘিরে রাখেন। পরবর্তীতে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্লিনিকে তালা দেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ক্লিনিকটি বন্ধ রাখার আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী শান্ত হন।
এদিকে, এ প্রতিবেদন লিখা পর্যন্ত এ ঘটনায় বিয়ানীবাজার থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে ভুক্তভোগীর স্বজনরা নিশ্চিত করেছেন।