বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জাম এবং ডাকাতিতে ব্যবহৃত একটি নোহা গাড়িসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে স্থানীয়দের সহযোগীতায় বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যায়।
আটককৃত ডাকাত সদস্যরা হলেন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ির লাল মিয়ার পুত্র জলিল (৩০) এবং বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউপির লামা নিদনপুর গ্রামের মাসুক উদ্দিনের পুত্র বিলাল আহমদ (২৫)।
গনমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পৌর এলাকার সুপাতলায় মাহমুদ সিএনজির পাশে একটি নোহা (ঢাকামেট্রো-ছ-১৪-০৭১৯) গাড়িতে কয়েকজন অপরিচিত যুবককে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করেন স্থানীয়রা। এ সময় অপরিচিতদের কথাবার্তা সন্দেহ হলে তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র, রামদা, লোহার শাবল, জিআই পাইপ ও চায়নিজ কুড়াল সদৃশ অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কৌশলে বড়লেখা উপজেলার কাঠালতলী এলাকার গাড়ির ড্রাইভার জালাল (২৫) সহ অন্যরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে আটককৃত ডাকাত ও তাদের কাছে উদ্ধারকৃত ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।