এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের লুৎফুন-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের ফাহমিদা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের করগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহত ফাহমিদা ঔই এলাকার বেলাল উদ্দিনের মেয়ে। ফাহমিদা লুৎফুন-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলো।

বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, এ ঘটনায় পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট মর্গে পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এদিকে, স্কুল শিক্ষার্থীর মৃত্যুতে বিদ্যালয় সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।