বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নে মাটিকাটা এলাকায় টিলার মাটি কেটে পরিবহনকালে শনিবার দুপুরে একটি অবৈধ ট্রাক্টর ইউপি চেয়ারম্যান স্থানীয়দের সহযোগিতায় করেছেন। অবৈধভাবে টিলামাটি পরিবহনকালে আটক ট্রাক্টরটি বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, উপজেলার মুড়িয়া, লাউতা ও মোল্লাপুর ইউনিয়নে মাটিখেকোরা অবৈধ ট্রাক্টর দিয়ে রাতে ও দিনে টিলার মাটি কেটে সাবার করছে। ব্যক্তি মুনাফার জন্য এ চক্রটি দীর্ঘদিন থেকে ধ্বংস করছে পরিবেশ। কিছুদিন থেকে মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটাসহ আশপাশ এলাকার টিলা মাটি কাটছে আব্দুল জব্বার নামে জনৈক মাটি খেকোর কয়েকটি ট্রাক্টর। স্থানীয়রা নানাভাবে তাকে বাধা দিলেও সে কর্ণপাত করেনি। শনিবার স্থানীয়রা চারটি ট্রাক্টর মাটিবহন শুরু করলে ইউপি চেয়ারম্যানের কাছে খবর পাঠান। ঘটনাস্থলে গিয়ে মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান স্থানীয়দের সহযোগিতায় একটি ট্রাক্টর আটক করেন। অন্যতিনটি ট্রাক্টর পালিয়ে যায়।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ টিলার কাটা লাল মাটি ভর্তি আটক ট্রাক্টরটি জব্দ করে।
মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, টিলার মাটি কেটে অসাধুরা পরিবেশ ধ্বংস করছে। বিষয়টি প্রশাসন জানালেও বিহীত কোন ব্যবস্থা নেয়া হয়নি। আজ স্থানীয়দের সহযোগিতায় একটি ট্রাক্টর আটক করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। টিলা বা পাহাড়ের মাটি কাটার খবর পেলেই পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি এ ধরনের ঘটনা রোধ করতে স্থানীয়দের পুলিশকে অবহিত করার আহবান জানান।