বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ প্রতিদ্বন্দ্বি প্রার্থীর ৬জন জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রদত্ত ভোটের শতকরা ১৫ ভাগ ভোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী না পেলে তিনি জামানত হারাবেন।
উপজেলার ২ লাখ ১০ হাজার ৫৮৯জন ভোটারের মধ্যে ২৯ মে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রদত্ত ভোট ৭০ হাজার ৮২৬টি। জামানত রক্ষা করতে হলে প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোট কমপক্ষে ১০ হাজার ৬২৩টি হওয়ার উচিত ছিল। কিন্তু প্রতিদ্বন্দ্বি ৬ চেয়ারম্যান এই ভোট পাননি। ফলে তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
চেয়ারম্যানে পদে ২০ হাজার ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি গৌছ উদ্দিন পেয়েছেন ১৮ হাজার ৫৯০টি এবং তৃতীয় অবস্থানে থাকা দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল পেয়েরছন ১৬ হাজার ১১১টি ভোট। তাদের তিনজনের জামানত রক্ষা পেলেও আতাউর রহমান খান, আব্দুল বারী, জামাল হোসেন, জাকির হোসেন, মোহাম্মদ জাকির হোসেন ও জহির উদ্দিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।