বিয়ানীবাজারে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর শহরের দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
পৌর জাতীয় পার্টির সভাপতি ইউনুস আহমদের সভাপতিত্বে ও জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় সদস্য শফিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা হাজ্বী আব্দুল খালিক লালু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য ইব্রাহিম আলী কটই, আলী আহমদ কুনু, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সদস্য আব্দুল খালিক, উপজেলা যুব সংহতি নেতা বাবুল হোসেন, এবি টিভির সিনিয়র প্রতিবেদক আহমদ রেজা চৌধুরী, উপজেলা জাতীয় ছাত্রসমাজ নেতা মো. রুহুল আমিন ও ছিদ্দিকুর রহমান সহ আরো অনেকে।
সংগঠনকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে দায়িত্বশীলরা বলেন ঐক্যবদ্ধ অবস্থান দলকে শক্তিশালী করতে হবে।
আলোচনা সভা শেষে কেক কেটে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন উপজেলা জাতীয় পার্টির দায়িত্বশীল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।