সম্প্রতি কোটা আন্দোলন ইস্যু নিয়ে শিক্ষার্থীরা রাজাকার রাজাকার স্লোগানের প্রতিবাদ ও যৌক্তিক সমাধানের আহবান জানিয়ে সারা দেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলা কলেজ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা বিয়ানীবাজার পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌর শহরের উপজেলা পয়েন্ট থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধ্য বিয়ানীবাজারে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিরোধী দল ও স্বাধীনতা বিরোধীদের মদদে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সম্মান না জানিয়ে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তীব্র নিন্দা জানান। এবং বলেন স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে ছাত্রলীগ যেকোনো সময় রাজপথে আছে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা জামিল আহমদ, পৌর যুবলীগ নেতা নাইম আহমদন,উপজেলানছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল আহমেদ শিপু,বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল রহমান রুমি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিছবাহ উদ্দীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জনি, পৌর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিনহাজুর রশিদ পায়েল, পৌর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মহসিন আহমেদ রনি,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরাম আমীন, সরকার কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ইফতি, সহ সভাপতি শাওন আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিদ,কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মিল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মাহিন আহমেদ, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজাহিদ মাশরাফি, নাবিল আহমদ প্রমুখ।