বিয়ানীবাজারের আলীনগরের একটি ব্রিক ফিল্ডের কাছ থেকে চুরি যাওয়া ৫টি গরুসহ এক যুবককে আটক করেছে গ্রামবাসী।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই গ্রাম থেকে গরুগুলো চুরি যায়। পরে গ্রামবাসী আটক চোরকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
ধৃত নূর আলম সিলেটের জালালাবাদ থানার মাবসীনগর এলাকার আসুক উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে চারাবই গ্রামের ইমাম উদ্দিন সেহরি খেতে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে গরু নেই। তখন মাইকে গরু চুরির বিষয়টি প্রচার করলে গ্রামবাসী হাওরের দিকে গরু খোজতে বের হন। এক পর্যায়ে আলীনগর ইউনিয়নের কনকলস এলাকার কাছে একটি ব্রিক ফিল্ডে ৫জন মানুষকে দেখে গ্রামবাসীর সন্দেহ হলে তাদেরকে আটক করতে চাইলে ৪জন পালিয়ে যায়। এ সময় নূর আলম নামের একজন যুবককে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন এবং চুরি যাওয়া গরুগুলো ব্রিকফিল্ডের একটি গাছের সাথে বাধা অবস্থায় উদ্ধার করেন।
পুলিশ হেফাজতে ধৃত নূর আলমকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি দেব দুলাল ধর। তিনি বলেন, তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।