প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমে বিয়ানীবাজারেও শুরু হয়েছে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রম। গত বুধবার পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের ডিজিটাল সেন্টারে একসাথে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের বুথ চালু করা হয়।

নিবন্ধন বুথ চালুর পর বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার সবকটি বুথের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের সার্বিক দিক নিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার চেষ্টা করছেন। বিশেষ করে বয়স্কদের জন্য সরকার এই পেনশন স্কিম চালু করেছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা- এই ৪ ক্যাটাগরিতে যে পেনশন স্কিম রয়েছে, স্ব স্ব উদ্যোগে সকলকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানান তিনি।

যেখানে রেজিস্ট্রেশন করা যাবেঃ উদ্বোধনকৃত বুথ অর্থাৎ বিয়ানীবাজার পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের ডিজিটাল সেন্টারে সেবাগ্রহীতাগণ অত্যন্ত সহজে রেজিস্ট্রেশন করে পেনশন কার্যক্রম শুরু করতে পারবেন। যার জন্য প্রতি কর্মদিবসে অফিস চলাকালীন সময় পর্যন্ত এ সেবা চলমান থাকবে।

রেজিস্ট্রেশনের জন্য যা যা আনতে হবেঃ আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর ব্যাংক হিসাব নম্বর,  একটি সচল মোবাইল নম্বর এবং নমিনীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ।