বিয়ানীবাজারে সাময়িক বন্ধ থাকা ইট ভাটা চালু করাকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে ভাটা মালিক ও শ্রমিকদের সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। নিহত শ্রমিক ফলিক মিয়া (৩০) উপজেলার লাসাইতলা এলাকার আজাদ মিয়ার ছেলে। গত ১৪ ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, অবৈধভাবে ইট ভাটা পরিচালনা ও নদীর জলপ্রবাহ বন্ধ করে রাস্তা নির্মানসহ বিভিন্ন অনিয়মের পেক্ষিতে পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সামছুল ইসলামের মালিকানাধিন ইট ভাটাটি সাময়িক বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। গত ১৪ ফেব্রুয়ারী সকালে বন্ধ থাকা এই ইট ভাটা আবার চালু করতে যান ভাটার বর্তমান পরিচালক শিপলু আহমদসহ বেশ কয়েকজন শ্রমিক। এসময় খবর পেয়ে এলাকাবাসী জড়ো হন দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েক ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ফলিক মিয়াকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন কোন মামলা হয়নি বলে জানান তিনি।