বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার ৩৩ ওয়ার্ডে এক সাথে করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। মঙ্গলবার সকাল থেকে টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু করবেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা।

গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করার বিষয়টি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী। তিনি বলেন, গণটিকার প্রথম ডোজ দুইধাপে সম্পন্ন করা হয়েছিলো। কিন্তু দ্বিতীয় ডোজ আমরা একদিনে ১০ ইউনিয়ন ও পৌরসভায় সম্পন্ন করবো। এতে তিনি সংশ্লিষ্ট সবার সগযোগিতা কামনা করেন।

গত ৭ ও ৮ আগস্ট গণটিকার প্রথম ডোজ চীনের তৈরী সিনোফার্মের  ভেরোসেল প্রদান করা হয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা দুই ধাপে  ৬ হাজার ৫শত ৬৭জনকে এ টিকা প্রদান করেছিলেন । সকাল ১০টা থেকে প্রত্যেক ওয়ার্ডের পূর্বের টিকা কেন্দ্রে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

বিয়ানীবাজারে আনন্দ আড্ডায় তরুণ প্রবাসীদের সম্মাননা প্রদান