বিয়ানীবাজার সাংস্কৃতিক ক্লাবের সামনে কাতার বিশ্বকাপের প্রতিটি খেলা বড় পর্দায় দেখানো হবে। ফুটবলপ্রেমী কয়েকজন সংগঠকের উদ্যোগে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এ আয়োজনকে ঘিরে পৌরশহরের উত্তরবাজারে ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

আজ রোববার উদ্বোধন অনুষ্ঠান থেকেই ফুটবল প্রেমী দর্শকরা বড় পর্দায় খেলা দেখার সুযোগ পাবেন। এ উপলক্ষে সাংস্কৃতিক ক্লাবের সামনের অংশ সামিয়ানা টানানো হয়েছে। রাখা হয়েছে চেয়ারের ব্যবস্থা।

উদ্যোক্তাদের একজন শাহাজানুল ইসলাম লায়েক বলেন, ফুটবল বিশ্বকাপ নিয়ে ক্রীড়া প্রেমীদের মধ্যে এক ধরনের উত্তেজনা থাকে। অনেকেই চেষ্টা করেন বড় পর্দায় খেলা দেখার। সেই চিন্তা থেকে আমরা সবার জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছি। আসা করি সুন্দর পরিবেশে এক সাথে বসে খেলা দেখতে আমাদের উদ্যোগে দর্শকরা সাড়া দেবেন।

‌ বিএনপির সমাবেশের উত্তাপ সবজি বাজারে! ডিম মোরগের দাম কম