ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো মনে নতুন কিছু করার। সেই স্বপ্ন আর আত্মবিশ্বাস থেকেই পথ চলা। মাঝপথে প্রতিবন্ধকতা, তারপরও হতাশায় রাতের ঘুম নষ্ট না করে আগামী দিনের সোনালী স্বপ্নকে বুকে লালন করে অবশেষে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণে বিভোর বিয়ানীবাজারের কন্যা সজমিনা বেগমের।
বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষে পড়ুয়া সজমিনা পড়ালেখার পাশাপাশি তিনি শখের বশে জড়িয়ে পড়েন নারীদের ব্যবহার্য খাদি কাপড়ের বিভিন্ন ধরনের হাতব্যাগ, নারী পণ্য ও বাহারি নকশার প্রাচীন পণ্য তৈরির কাজে।

বিদেশি পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় পণ্য। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখতে কারুপণ্য সম্পূর্ণ দেশীয় উপকরণ দিয়ে নানা ধরনের পণ্য উৎপাদন করে থাকেন সজমিনা। ক্রেতাদের আলাদা আকর্ষণও রয়েছে এসব পণ্যের প্রতি।
নিজের তৈরিকৃত হস্তশিল্পের বিক্রি করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলেছেন শখের বুনন নামে ফেইসবুক পেইজ। এখান থেকে খুব সহজে তার সাথে যোগাযোগ করা সম্ভব।
সজমিনা তার উৎপাদিত পণ্য অনলাইন ও সরাসরি বিক্রি করে সাড়া পাচ্ছেন তিনি। প্রতিদিনই নতুন নতুন ক্রেতার কাছ থেকে পাচ্ছেন বিক্রির আদেশ। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আশার আলো দেখছেন তিনি।
পরিবেশবান্ধব হওয়ায় হস্ত ও কারুপণ্যের বৈশ্বিক চাহিদাও দিন দিন বাড়ছে। তবে পুঁজি ও যথাযথ প্রশিক্ষণের অভাব এবং মানসম্মত পণ্য কম থাকায় সম্ভাবনাময় এ খাতে এগোতে পারছেন না দেশীয় উদ্যোক্তারা। তবে সরকারিভাবে প্রয়োজনীয় পরামর্শ আর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি হওয়ার সম্ভাবনা এখন প্রবল।