প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় করোনার সংক্রমণ দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই উপজেলার কোথাও কোথাও বাড়ছে আক্রান্তদের সংখ্যা। একই সাথে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আর এই মিছিলে যোগ হচ্ছেন শুধুই বয়স্করা। মঙ্গলবার নতুন করে এ উপজেলায় করোনা কেড়ে নিয়েছে আরও এক ষাটোর্ধ্ব বৃদ্ধার প্রাণ। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬জনে।
নিহত বৃদ্ধার নাম বিলাতুন নেসা (৬০)। বাড়ি পৌরসভার কসবা বাঘেরটিলা গ্রামে। মঙ্গলবার দুপুর দেড়টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ এশা স্বাস্থ্যবিধি মেনে মরহুমার জানাজা ও দাফন কার্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ। তিনি জানান, বিলাতুন নেসার শরীরের গত ৬ আগস্ট করোনা শনাক্ত হয়। এরপর থেকেই উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়নে তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, মঙ্গলবার বিকাল ৫টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত বিয়ানীবাজারে সর্বমোট করোনায় আক্রান্ত রোগী সংখ্যা ২৯৯জন এবং সুস্থ হয়েছেন ২০৩জন।