বিয়ানীবাজারে করোনার সংক্রমণ দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই উপজেলার কোথাও কোথাও বাড়ছে আক্রান্তদের সংখ্যা। একই সাথে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। নতুন করে করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলায় আরও একজন বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। নিহত বৃদ্ধার নাম আনোয়ারা খাতুন (৮০)। তার বাড়ি উপজেলার মুড়িয়া ইউনিয়নের বাগন গ্রামে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগ জানায়, নিহত বৃদ্ধার জানাজা ও দাফনকার্য স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করা হবে।
এদিকে, বৃহস্পতিবার রাত ১১টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত নতুন একজন নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫ জনে। অন্যদিকে, করোনায় আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৭জন এবং সুস্থ হয়েছেন ১৯৬জন।