সিলেট শিক্ষাবোর্ডের অধীনে বিয়ানীবাজার উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় পাশের হারে এগিয়ে খলিল চৌধুরী আদর্শ এবি নিকেতন। রোববার এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, খলিল চৌধুরী আদর্শ এবি নিকেতন থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১০৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ১১ জন, পাশের হার ৯৭.০৭ শতাংশ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক বলেন, এবারের এসএসি পরীক্ষায় পাশে হারে আমাদের বিদ্যালয় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। এবারের মতো আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করতেছি।