বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক খালেদ আহমদ ও সাহেদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মৌলুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী ফারুক উদ্দিন তাপাদারসহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আহমদ রেজা চৌধুরী সহ বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।