দেশব্যাপী ২০২৪ খ্রিস্টাব্দের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। বাংলা প্রথম পত্র বিষয় দিয়ে এবারের এসএসসি পরীক্ষা শুরু হয়।
বিয়ানীবাজার উপজেলায় এসএসসি পরীক্ষায় ৫ টি কেন্দ্রে ও ৫টি ভেন্যুতে মোট ৩৫০৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এদিকে দাখিলে ২ টি কেন্দ্রে ৫১১ জন পরীক্ষার্থী এবং একটি মাত্র ভোকেশনাল কেন্দ্রে ৭৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। সব মিলিয়ে প্রথমদিনের পরীক্ষায় বিয়ানীবাজার থেকে প্রায় ৪ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণ করে। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৪জন শিক্ষার্থী।

সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পেরে পরীক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভাল ফলাফলের লক্ষ্যে আগামী সকল বিষয়ে ভাল প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসার কথা জানান। প্রথম দিনের পরীক্ষার প্রশ্ন কমন পড়ায় খুশি মনে তারা বাড়ি ফেরেন।
এদিকে পরীক্ষার্থীদের সাথে আশা অভিভাবকরা অন্য রাবের মতো কেন্দ্র প্রাঙ্গনে প্রবেশ করতে দেয়া হয়নি। এ কারণে অনেক অভিভাবককে ক্ষুদ্ধ দেখা যায়।
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এবারের পরীক্ষা শুরু হয়েছে জানিয়ে দায়িত্বশীলরা বলেন শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে পরীক্ষা নেয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের মধ্যে শিক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্টদের ছাড়া শুরু হওয়ার পূর্বে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
শিক্ষা বোর্ডের রুটিন অনুসারে ১২ মার্চ এই পরীক্ষা শেষ হবে। আর ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যাবহারিক পরীক্ষা।