বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সংগঠন গোলাবশাহ্ কিশোর সংঘের ব্যবস্থাপনায় ও কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউ.কে’র অর্থায়নে কসবা-খাসা গ্রাম এবং কসবা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এস.এস.সি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন সিলেট এম.সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ শামছ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মোহাম্মদ নুরুল আলম সেলিম, কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউ.কে সাধারণ সম্পাদক মোঃ ছালেহ আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, গ্রামের মুরব্বীয়ান, সংঘের উপদেষ্টা, গভর্নিংবডি, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ১১০জন শিক্ষার্থীকে প্রশংসা পত্র, ক্রেস্ট ও জিপিএ-৫ প্রাপ্তদের উপহারস্বরূপ আর্থিক অনুদান প্রদান করা হয়।