পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ও আনজুমানে তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে বিয়ানীবাজারে মোবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় বর্ণাঢ্য মুবারক র‍্যালি পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

মোবারক র‍্যালিতে শত শত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। র‌্যালিতে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে রচিত বিভিন্ন কবিতার শ্লোক খচিত রঙ-বেরঙের ফেস্টুন ও প্লেকার্ড বহন করেন মুসল্লীরা। র‌্যালি থেকে গাওয়া হয় মহানবী (সা.) এর শানে দুরুদ। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম- এ রকম অগণিত নাতের সুমধুর সুর লহরিতে মুখরিত হয়ে ওঠে র‌্যালি।

বিয়ানীবাজার উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি আবুল হাসান মায়ামুন ও সাধারণ সম্পাদক জফরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এবং উপজেলা আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আঞ্জুমানে আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রুফ, মাথিউরা ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলীম, জালালিয়া মহিলা দাখিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. কামাল হোসেন আল মাথহুরী, কসবা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলায়াম জিহাদি, বেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা জয়নুল ইসলাম ও মাওলানা কাজী কাওছার আহমদ প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে পৃথকভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়।