বিয়ানীবাজারে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরো ৬৯ জন। এদের মধ্যে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড এজি টেস্টে দুইদিনে ৩৪জন পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিয়ানীবাজারে করোনা শনাক্ত হয়েছেন ১৩০৪ জন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার হাসপাতালে র্যাপিড এজি টেস্টে ১৬জন এবং সোমবার ১৮জন শনাক্ত হন। এছাড়া গত ১১ ও ১২ আগস্টের পাঠানো নমুনা থেকে ৩০ এবং সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫জন মিলিয়ে নতুন করে ৬৯জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

হাসপাতালের মেডিকেল অফিসার নয়ন মল্লিক বলেন, প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। একই সাথে উপসর্গ নিয়ে নমুনা দিতে হাসপাতালে ভীড় বাড়ছে। সোমবার ৫৫ নমুনার মধ্যে ৩৭ জনের নমুনা সিলেটের ল্যাবে প্রেরণ করা হয়েছে।