বিয়ানীবাজার উপজেলায় আরও দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের দায়িত্বশীলরা বিষয়টি রবিবার নিশ্চিত করেছেন।
এ নিয়ে উপজেলায় ৪৪৩ জনে শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা চলতি বছরের ২৪ এপ্রিল এক জুয়েলার্স কারিগর এর শরীরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছিলো। চীন থেকে শনাক্ত হওয়া এ ভাইরাসে বিয়ানীবাজারে মারা গেছে ২৪ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৩৯০জন করোনায় আক্রান্ত রোগী।