বিয়ানীবাজারে নতুন করে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তির নাম আয়াছ আলী (৬১)। তার বাড়ি চারখাই ইউনিয়নের দত্তগ্রামে।
বুধবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত ল্যাবে তার করোনা পজেটিভ শনাক্ত হয়। আক্রান্ত বৃদ্ধ বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। ওই বৃদ্ধ ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্যানুযায়ী, প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় ২৫জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে প্রথম শনাক্ত হওয়া ৫জন সুস্থ হয়ে গেছেন। অন্য আক্রান্তরা শারীরিকভাবে মোটামুটি সুস্থ রয়েছেন এবং তাদের সবাইকে হোম আইসোলেশনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক চিকিৎসা দেওয়া হচ্ছে।
‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-