দেখলে মনে হতে পারে ফুটবল মাঠের কোন গ্রাফিক্স ডিজাইন। তবে গ্রাফিক্স ডিজাইন নয় বাস্তবে আন্তর্জাতিক মানের ফুটবল মাঠের ঘাস দিয়ে খেলার মাঠ তৈরি করেছেন বিয়ানীবাজারের জলঢুপ এলাকার যুবক হিফজুর রহমান। লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার জলঢুপ-কালাইউরা রোডের পাশে নান্দনিক ও দৃষ্টিনন্দন মাঠটির নাম দিয়েছেন স্টাইর্কাস হেভেন। ১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় অতিথি ও পরিবারকে নিয়ে কেক কেটে মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যেকোন বয়সী মানুষ মাঠটিতে খেলার সুযোগ পাবেন জানিয়ে উদোক্তারা জানান, ক্রীড়া প্রেমী মানুষের কথা চিন্তা করে উন্নতমানের মাঠ গড়ে তুলেছেন তারা। সকাল-রাত কিংবা বৃষ্টিতে ভিজে খেলতে পারবেন ফুটবল প্রেমীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উদোক্তাদের প্রশংসা করে বলেন, বিয়ানীবাজারের ক্রীড়াঙ্গনে এই মাঠ ভূমিকা রাখবে।

উদ্যোক্তা হিফজুর রহমানের পিতা মো. এনামুল হক বলেন, জলঢুল এলাকার নানাদিক থেকে সুখ্যাতি রয়েছে। ছেলের আগ্রহে উন্নতমানের মাঠ তৈরি হওয়ায় খুশি তিনি।

উদ্যােক্তারা জানান, অনলাইনের মাধ্যমে যে কেউ বুর্কি দিতে পারবেন খেলার জন্য। ঘন্টা প্রতি চুক্তিতে চলবে দিন ও রাতের আলোয় খেলা। উদ্বোধন উপলক্ষে জানুয়ারী মাস জুড়ে থাকবে বিশেষ ছাড়।

বিয়ানীবাজারে আর্ন্তজাতিক মানের ঘাস দিয়ে স্ট্রাইকার্স হেভেন যাত্রা শুরু করায় খুশি খেলোয়াড়রা।