বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে শনিবার (৪ ডিসেম্বর),দিবাগত রাতে উপজেলার পৃথকস্থান থেকে আদালতে পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশের এএসআই দিদার হোসেন ও এএসআই বেলাল আহমদসহ একদল পুলিশ সদস্য সিআর পরোয়ানাভুক্ত এ দুই আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন গাংপার গ্রামের আপ্তাব আলীর স্ত্রী লিলন বেগম, টেকইকোনা গ্রামের সমছু মিয়ার ছেলে শিব্বির আহমদ।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।