বিয়ানীবাজারে পরিবারকে জিম্মি করে অর্থ ও স্বর্ণালঙ্কার সহ ডাকাতি ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে পৌর শহরের নিদনপুর গ্রামের মরহুম সালেহ আহমদের বাড়িতে এই ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির বাইরের জানালার গ্রিল ভেঙে রুমে ঢুকে কয়েক জন ডাকাত সদস্য। পরে তাদেরকে অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে বার্থরুমে বন্ধী করে রাখে। এ সময় তাদের বাড়িতে থাকা নদ অর্থ, স্বর্ণলাঙ্কার ও গুরুত্বপূর্ণ জিনিস পত্র ডাকাতি করে নিয়ে যায় তারা। পরে তারা বিয়ানীবাজার থানা পুলিশকে অবগত করেন।

এ ঘটনায় বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিল সহ বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। এসময় চুর ডাকাতির সংখ্যা বেড়ে যায়। পুলিশ পুরোপুরিভাবে কর্মস্থলে ফিরেনি বলে এখনো নিরাপত্তা জনিত কারণে ভুগছেন সাধারণ মানুষেরা।