বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুর ২টায় দত্তগ্রাম এলাকায় বালু উত্তোলনে বাধা দেয়ায় এ সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে চারখাই বাজারে।

সংঘর্ষে জিয়াব আহমদ ও গৌছ উদ্দিন আহত হন। তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, সালেহ আহমদ তার সহযোগীদের নিয়ে সুরমা নদীর দত্তগ্রাম এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন এ সংবাদ পেয়ে জিয়াব আহমদ সহযোগী আব্বাস আহমদসহ আরো কয়েখ মিলে বালু উত্তোলনে বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে জিয়াব আহমদ আহত হন।

স্থানীয়দের মধ্যস্থতায় সংঘর্ষ পরিস্থিতি শান্ত হলে আহত জিয়াব আহমদকে নিয়ে তার সহযোগীরা চারখাই বাজারে চলে আসেন। এ ঘটনাটি জানাজানি হলে জিয়াব আহমদের অন্যান্য সহযোগীরা জড়ো হয়ে চারখাই বাজারে সালেহ আহমদের বাটা সু স্টোরে হামলা চালিয়ে ভাংচুর করেন। এ ঘটনার অল্প পরে চারখাই বাজারে সালেহ আহমদের চাচা গৌছ উদ্দিনকে একা পেয়ে তাকে মারধর করেন।

সংঘর্ষের খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ও চারখাই পুলিশ ফাড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

হামলা পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনায় বিয়ানীবাজার থানায় কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। চারখাইবাজার ও আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোন সময় ফের সংঘর্ষের আশংকা করছেন ব্যবসায়ী ও স্থানীয়রা।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে দুই পক্ষকে শান্ত থাকার আহবান জানানো হয়েছে। এ ঘটনায় থানায় কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। তিনি বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে এবং উদ্ভুত পরিস্থিতি বিবেচনা পুলিশ সর্তক আছে।

‌বিয়ানীবাজারের সামাজিক সংগঠন ‘পরিবর্তন’র পতাকা উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠিত