বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদে গত শুক্রবার জুম্মা নামাজের খুৎবার পূর্বে মসজিদের খতিব মাওলানা মোশাহিদুল ইসলামের আম বয়ান চলাকালে অনাকাঙ্খিত ঘটনায় মুসলিম উম্মাসহ দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিয়ানীবাজার কলেজ রোডের জিম্মি হোটেলের মালিক জসিম উদ্দিন। এ সময় তিনি উপস্থিত বিয়ানীবাজার উপজেলার রাজতৈকি ও সামাজিক ফোরামের সর্বোচ্চ নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়ে বলেন, আগামীতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনার ধার মাধ্যমে হবে না। তিনি এ ঘটনা লজ্জিত, বিয়ানীবাজারের সর্বস্তরের জনতা তাকে নিজ গুণে ক্ষমা করবেন।

বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদে গত শুক্রবার জুম্মা নামাজের খুৎবার পূর্বে মসজিদের খতিব মাওলানা মোশাহিদুল ইসলাম আম বয়ানে সরকারি নির্দেশ মেনে ইসকন নিয়ে বয়ান পেশ করার সময় তাকে বাধা প্রদান করলে উপস্থিত মুসল্লিরা ক্ষুন্ন হন ব্যবসায়ী জসিম উদ্দিনের উপর। এ ঘটনা মুহূর্তে ভাইরাল হলে দেশ ও প্রবাসের মুসলমানরা ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান। এ বিষয়টি সামাজিকভাবে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে গত কয়েকদিন থেকে বিয়ানীবাজারের সর্বোচ্চ রাজনৈতিক ও সামাজিক ফোরামে একাধিক আলোচনার মাধ্যমে ঘটনার সুষ্ঠু নিষ্পত্তি করার লক্ষে একটি কমিটি গঠন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলামকে সভাপতি ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনকে সদস্য সচিব করে উপজেলা বিএনপি’র সভাপতি, উপজেলা জমিয়তের ইসলাম, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিশ, পৌর জামায়াতে ইসলামী আমির, জাতীয় ঈমাম সমিতির সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রবীন মুরব্বিগণ, সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে সদস্য করা হয়।

আহবায়ক কমিটি সোমবার (২ ডিসেম্বর) পৌরশহরের একটি হলরুলে দীর্ঘ আলোচনা শেষে গৃহিত সিদ্ধান্ত নিয়ে বিষয়টি সুষ্ঠু সমাধান করেন। এ কমিটির দায়িত্বশীলরা বিয়ানীবাজার সরকারি কলেজ প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে সামাজিকভাবে ঘটনার নিষ্পত্তি হওয়ার বিষয়টি অবহিত করবেন।

গত শুক্রবারের অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠু নিষ্পত্তির বিষয়টি তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়েল মাধ্যমে দেশবাসী ও মুসলিম উম্মাকে অবহিত করেন। এ প্রেস ব্রিফিংয়ে ব্যবসায়ী জসিম উদ্দিন ক্ষমা প্রার্থনা করেন। এ সময় বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা মোশাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি সন্তুষ্টি প্রকাশ করে সবাইকে ক্ষমা করে দেয়ার আহবান জানান এবং তার অভিব্যক্তি প্রকাশ করেন।