বিয়ানীবাজারে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত বৃদ্ধের মৃত দেহ শহরতলীর খাসা এলাকার একটি দোকানের বারান্দা থেকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা দুপুরের পর কোন এক সময় তিনি ঘুমন্ত অবস্থায় মৃত্যু বরণ করেন

ঈদের বন্ধের পর বৃহস্পতিবার দুপুর ১২টার পর গ্রীন থাই এ্যালুমিনিয়াম ও গ্লাস হাউস নামের ব্যবসা প্রতিষ্ঠান খোলতে এসে দেখেন বারান্দায় একটি লোক শুয়ে আছে। কাছে গিয়ে ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় তারা ধারণা করেন তিনি মারা গেছে। লাশের পাশে একটি ছাতা রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ স্থানীয়রা বিষয়টি বিয়ানীবাজার থানা ও পৌরসভার দায়িত্বশীলদের অবহিত করেন।

নাম পরিচয়হীন এ বৃদ্ধের বিষয়ে প্রশাসন যেভাবে ব্যবস্থা নেয়ার সেভাবেই নেবে জানিয়ে বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র ছয়ফুল আলম ঝুনু বলেন, স্থানীয়রা জানিয়েছেন গতকাল থেকে এ বৃদ্ধ ওই এলাকায় ঘুরাঘুরি করেছেন।

সকালের গিয়ে আশপাশের ব্যবসায়ীরা বৃদ্ধকে হাটতে দেখেছেন জানিয়ে স্থানীয় কাউন্সিলর বলেন, তিনি প্রায়ই দোকানের বারান্দায় এভাবে শোয়ে পড়েন ।

পুলিশ অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার পরবর্তী সুরতহাল প্রতিবেদন তৈরী করে। আইনী প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান দায়িত্বশীলরা ।